শরৎ আসে

শরৎ আসে

ছড়া-কবিতা শহীদ সিরাজী আগস্ট ২০২৩

সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ আসে

হঠাৎ রোদের হঠাৎ মেঘের লুকোচুরি

ইলশেগুঁড়ি বৃষ্টি মধুর মিষ্টি হাসে

এমন মোহন দৃশ্যপটের নেই তো জুড়ি।


শুভ্র কাশের আঁচলটাকে উড়িয়ে দিয়ে 

গলায় দোদুল শেফালিকার দুলিয়ে মালা

শরৎ আসে আমার দেশের সবুজ গাঁয়ে

ধানের শিষে খুশিতে দেয় পাগলা দোলা। 


শরৎ আসে ফল ফসলের মুকুল নিয়ে

বিল ও ঝিলে শাপলা শালুক পদ্ম হাসে

শিউলি জুঁইয়ে ঋতুর রানি রূপ ছড়িয়ে

আনন্দ ঘ্রাণ বিলিয়ে শরৎ কাছে আসে।


শিশির ভেজা ঘাস ডগাতে সূর্যকিরণ

স্বচ্ছ শরৎ দেয় উঁকি দেয় সফেদ হাওয়া

প্রিয়ার মুখের হাসি তাতে হয় বিকিরণ

জোছনা চাঁদের ভালোবাসা হয় যে পাওয়া। 


বরষা শেষে এই সবুজেই শরৎ আসে

শীতের খবর ছড়ায় শিশির নিসর্গতে 

ঘোর লাগা মন অনুরণন হয় বিবশে

শরৎ আসে ধানসিঁড়ির এই আঙিনাতে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ