শহর এবং গ্রামের ছড়া

শহর এবং গ্রামের ছড়া

ছড়া-কবিতা জুন ২০১২

এ কে আজাদ..

আমার কি আর সাধ্য আছে- সকাল দুপুর রাতে
খেলব খেলা মনের সুখে রাখাল ছেলের সাথে!
আমার কি আর সাধ্য আছে- গাছের ডালে উঠি
দখিন হাওয়ায় দোল খেয়ে যাই, ফুল হয়ে রোজ ফুটি!
দিঘির পানি দেখব কি আর হচ্ছে টলোমলো
শাপলা শালুক ক্যাম্নে তুলি তোমরা বলো বলো!
নিঝুম রাতে কোথায় পাব মিষ্টি জোনাক পোকা
নিয়ন বাতির গোলক ধাঁধায় খাচ্ছি কেবল ধোকা।
আমার এখন শহর জুড়ে ইট পাথরের বাড়ি,
গোমড়া মুখে চলছি যেন সবার সাথেই আড়ি।
পিচ ঢালা পথ যায় না হাঁটা কলের গাড়ি প্রাণ
ঘাসে ঢাকা নাই মেঠো পথ নাই তো মাটির ঘ্রাণ!
আমার কি আর সাধ্য আছে- পাখির গানে মাতি
রোদ বৃষ্টি বিজলী ডাকে মাথাল মাথায় পাতি!
নাইরে প্রাণে গানের দোলা নাই যে মাটির ঘর
বন্ধ দুয়ার অন্ধকারে আজ সকলে পর!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ