শুভেচ্ছা

শুভেচ্ছা

প্রচ্ছদ রচনা আগস্ট ২০১১

বাংলা সাহিত্যের দেশবরেণ্য কবি আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই তিনি ব্রাহ্মণবাডীয়া জেলা শহরের মৌড়াইলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম : মীর আব্দুস শুকুর আল মাহমুদ। পিতা : আব্দুর রব মীর, মাতা : রৌশন আরা বেগম, স্ত্রী : সৈয়দা নাদিরা বেগম, ছেলেমেয়ে : ৫ ছেলে ৩ মেয়ে।
অসংখ্য কালজয়ী কবিতার স্রষ্টা এ কবি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্পের েেত্রও আল মাহমুদ বাংলা সাহিত্যে অনন্য। সপ্তম শ্রেণীতে পড়ার সময় কলকাতার ‘সত্যযুগ’ পত্রিকায় প্রকাশিত হয় কবির প্রথম রচনা- কিশোর গল্প ‘তিতাস চরের ছেলে’। স্বাধীনতার আগে দৈনিক মিল্লাত, সাপ্তাহিক কাফেলা ও দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সরাসরি। প্রবাসী সরকারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যুদ্ধকালীন সময়ে। ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। নিযুক্ত হন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রকাশনা বিভাগে। এ বিভাগের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন ১৯৯৩ সালে।
আল মাহমুদ বাংলা কবিতায় একের পর এক বৃত্ত অতিক্রম করে গেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ : লোক লোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৭৩), মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬), অদৃষ্টবাদীদের রান্নাবান্না (১৯৮০), বখতিয়ারের ঘোড়া (১৯৮৫), প্রহরান্তের পাশফেরা (১৯৮৮), একচু হরিণ (১৯৮৯), আমি, দূরগামী (১৯৯৬), দোয়েল ও দয়িতা (১৯৯৮), দ্বিতীয় ভাঙ্গন (২০০০), উড়ালকাব্য (২০০৩), বিরামপুরের যাত্রী (২০০৪), না, কোন শূন্যতা মানি না (২০০৫), বারুদগন্ধী মানুষের দেশে (২০০৬), তুমি তৃষ্ণা তুমিই পিপাসার জল (২০০৫), তোমার জন্য দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (২০০৬), তোমার রক্তে তোমার গন্ধে (২০০৮), নদীর ভেতরে নদী। ছোটগল্পের বই : পানকৌড়ির রক্ত (১৯৭৫), সৌরভের কাছে পরাজিত (১৯৮৩), গন্ধবণিক (১৯৮৮), ময়ূূরীর মুখ (১৯৯৪), নদীর সতীন (২০০৪) ইত্যাদি। উপন্যাস : ডাহুকী (১৯৯২), কাবিলের বোন (১৯৯৩), উপমহাদেশ (১৯৯৩), কবি ও কোলাহল (১৯৯৩), নিশিন্দা নারী (১৯৯৫), আগুনের মেয়ে (১৯৯৫), চেহারার চতুরঙ্গ (২০০১), পুরুষ সুন্দর, ইত্যাদি। আত্মজীবনী : যেভাবে বেড়ে উঠি। শিশুতোষগ্রন্থ : আরব্য রজনীর রাজহাঁস (১৯৮৭), মিথ্যাবাদী রাখাল (১৯৯৩), একটি পাখি লেজ ঝোলা, মোল্লাবাড়ির ছড়া, ছড়াসমগ্র, পাখির কাছে ফুলের কাছে, হযরত মোহাম্মদ (সা), ।
পুরস্কারসমূহ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৮), জয়বাংলা পুরস্কার (১৯৭২), হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (১৯৭৪), জীবনান্দ দাশ স্মৃতি পুরস্কার (১৯৭৪), সুফী মোতাহের হোসেন সাহিত্য স্বর্ণপদক (১৯৭৬), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬), একুশে পদক (১৯৮৭), নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯০), কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০১), সমান্তরাল (ভারত) কর্তৃক ভানুসিংহ সম্মাননা পদক (২০০৪), শিশু একাডেমী (অগ্রণী ব্যাংক) পুরস্কার প্রভৃতি।
ভ্রমণ : ফ্রান্সের ভার্সাই, প্যারিস, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, গ্লাসগো, বেডফোর্ড, ওল্ডহাম, ইরানের তেহরান, ইস্পাহান, মাশহাদ, আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ, বনিয়াস, সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা, ভারত প্রভৃতি।

ক্যাপশন : কবি আল মাহমুদের ৭৬তম জন্মদিনে কিশোরকণ্ঠ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নতুন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক মুহাম্মদ আব্দুল জব্বার, সহকারী সম্পাদক আব্দুর রহমান ও আনিসুর রহমান।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ