সমুদ্রে যাবো

সমুদ্রে যাবো

ছড়া-কবিতা নির্ঝর আহমেদ প্লাবন নভেম্বর ২০২৩

জলরাশি টানছে ভীষণ
টানছে অনুরাগে
সমুদ্র কি আমার মতোই
গভীর রাতে জাগে? 

ঢেউয়ের দোলায় হাসে-কাঁদে 
আমার মতোই রোজ
সমুদ্র কি প্রতিরাতেই 
রাখে আমার খোঁজ? 

পারকি ছেড়ে কক্সবাজার
ইনানি বেশ প্রিয়
সেন্টমার্টিন হৃদয় যেন
নোনাজল অমিয়।

নোনা জলে স্বপ্ন বোনা 
হয় না বহুদিন
সমুদ্র তো আমার চোখে
হয়ে গেছে লীন। 

সমুদ্র আর চোখের ভাষায় 
ঐক্য আছে খুব
গহন তলে তলিয়ে গেলে
দু’জনা হয় চুপ। 

দিনের বেলা শান্ত দু’জন 
রাতে ভাঙে পাড়
কান্নার রোল উথলে ওঠে
ঢেউয়ের হাহাকার। 

সমুদ্রে তো যাবোই আমি
সমুদ্রতেই যাবো
কান্নার জলে গায়ে মেখে
জীবনের গান গাবো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ