সাগরের ডাক

সাগরের ডাক

ছড়া-কবিতা আসাদ বিন হাফিজ নভেম্বর ২০২৩

সাগর ডাকে ঢেউয়ের দোলায় আয়রে কিশোর দুলবি
আমার মত হাসতে হাসতে হৃদয় দুয়ার খুলবি।
আমার বুকে আমি যেমন আকাশ রাখি ভরে
তোর বুকে তুই বিশ্বটারে রাখবি আপন করে।

মনের সাথে মন মিলাবি, আপন করবি পর
বিশ্বজাহান জুড়ে তুই বাঁধবি আপন ঘর।
বাসবে ভালো তোকে ধরা হাসবে চাঁদের ঠোঁটে
ফুলকলিরা যেমন করে পুষ্প হয়ে ফোটে।

সাগর বুকে চন্দ্র সূর্য আকাশ ভেসে রয়
অস্ত্রতে নয়, তেমনি প্রেমে বিশ্বটা কর জয়।
বোমা বারুদ অস্ত্র সবই সাগরে দে ফেলে
ডুবে মরুক হিংসা বিভেদ, লোভের আঁতুড় ছেলে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ