স্কুল আঙিনা

স্কুল আঙিনা

প্রচ্ছদ রচনা জুলাই ২০১২

 খুলনা মহানগরী।
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগরীর ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে ৮ দলীয় কিশোরকণ্ঠ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা নগরীর টুটপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বানিয়াখামার সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টুটপাড়া ওয়ারিওয়ার্স। ম্যান অব দ্য ম্যাচ হন শাকিল আহম্মেদ।  খেলাটি পরিচালনা করেন মাহমুদুল হাসান ও মানাজির রহমান।
খেলা শেষে পাঠক ফোরাম ২৮ নং ওয়ার্ডের পরিচালক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাকসুদুল হাসানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের মহানগরী নির্বাহী পরিচালক মোর্শেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মোহামেডান ক্রিকেট দলের কোচ ওয়াহিদুল ইসলাম সেলিম, মসজিদ মিশন মাদ্রাসার সুপার হাফেজ মফিজুল ইসলাম, ফোরামের মহানগরী প্রচার সম্পাদক নাজমুল হোসাইন নাইম, সদর থানা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক বোরহানউদ্দিন। আরো উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান, মোমিনুর রহমান, আল আমিন, সাদ্দাম হোসেন, শাকিল আহম্মেদ, সবুজ, জনি, আরিফুল ইসলাম প্রমুখ।


সিলেট জেলা পশ্চিম
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পরিচালক আমিনুল ইসলাম আনহার সভাপতিত্বে ও সহকারী পরিচালক খন্দকার জাফরানের পরিচালনায় এসএসসি ও দাখিল কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পশ্চিম শাখার প্রধান পৃষ্ঠপোষক ফরিদ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলার অন্যতম উপদেষ্টা হাফিজ আব্দুল আজিজ, শিব্বির আহমদ চৌধুরী, আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডা. আব্দুল জলিল, ১৪ নং পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, দেলওয়ার হোসেন, আবুল কাহের, ক্বারী হেলাল আহমদ, শাহরিয়া নাজিম বাবলু, এনামুল হক, সাইদুল ইসলাম, খন্দকার ইমন, মারুফ আহমদ প্রমুখ। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয়ের এ প্লাসপ্রাপ্ত কৃতী ছাত্র মিনহাজ আহমদ।
  

সিলেট মহানগরী
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধা বৃত্তি ২০১১-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান স্থানীয় আল হামরা সেন্টারে অনুষ্ঠিত হয়। বিভাগীয় পরিচালক ডা. মাহমুদুল হাসান ও সহকারী পরিচালক সিদ্দিক আহমদ ইউসুফের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান দিলওয়ার, আনোয়ারুল ওয়াদুদ টিপু, ফখরুল ইসলাম সেলিম, সাদিক, শামীম, রাহাত, বদরুল, লুৎফুর, এনাম, হাসান, রফিক, মাসুম প্রমুখ। উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় সর্বমোট ২০৩ জনকে বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
অন্য দিকে বিমানবন্দর থানার উদ্যোগে আয়োজিত এক আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগরীর প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুর রহমান দিলওয়ার। থানা শাখার পরিচালক জুবায়ের আহমদের সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড পরিচালক আলী আশরাফের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহপরাণ জামেয়ার শিক্ষক আলী রেজা চৌধুরী, কোতোয়ালি পশ্চিম শাখার পরিচালক মাজহারুল ইসলাম, সাদিকুর রহমান সুমন, পাঠানটুলা জামেয়ার সহকারী পরিচালক কামরুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের পরিচালক জালাল আহমদ জিলানী, আব্দুল হালিম খান ও আব্দুল হানিফ খান। টুর্নামেন্টে ওয়েস্টার ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসমাইল রয়্যালস টিম।


খাগড়াছড়ি পার্বত্য জেলা
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় সমগ্র জেলা থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৫০ জন কৃতী শিক্ষার্থীর এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রধান উপদেষ্টা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান উপদেষ্টা এনামূল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের চট্টগ্রাম বিভাগীয় প্রধান পৃষ্ঠপোষক ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, সাবেক জেলা পরিষদ সদস্য দৈনিক আমার দেশের পার্বত্য ব্যুরো প্রধান আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের আধুনিক সাহিত্য সংসদের পরিচালক আজিমুল হক বাপ্পা, সাংবাদিক জসিম উদ্দিন মজুমদার, আব্দুল হালিম প্রমুখ।
   

বুড়িচং উপজেলা
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হরিপুর শাখার উদ্যোগে ফোরামের বাছাইকৃত সদস্যদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। ফোরামের পরিচালক হাফেজ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট আবদুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন ফোরামের জেলা পৃষ্ঠপোষক নজরুল ইসলাম মারুফ। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন কিশোরকণ্ঠের সাবেক সম্পাদনা সহযোগী জাকারিয়া খান সৌরভ, বুড়িচং মডেল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন, ফোরামের সাবেক জেলা প্রধান পৃষ্ঠপোষক মাহবুবুল আলম, কুমিল্লা মহানগর ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসাইন, উপজেলা প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান, তাজুল ইসলাম প্রমুখ।
  

ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ক্লাস প্রতিনিধি নির্বাচন স্কুল পরিচালক শামীম ফরহাদের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাঠক ফোরামের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মইনুল ইসলাম এবং সিলেট জোনের পরিচালক ডা. মাহমুদুল হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন মাসুম, সামিন, ইভান প্রমুখ।
যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা হলোÑ সাদি, ওমর, নাঈম, তারেক, নাহিন, কামরুল, রিয়াদ, রিসালাত, জুবায়ের, ফাহিম, ইফতি, মামুন, সাকিব, মুহিব, মাহবুব, ইশানুল, মিকাত, জামী, জুবাইরী, যাকী, পলাশ, আমীর, সামিন, মাহদী, ইনকিয়াদ ও এনাম।
   

বাগেরহাট পৌরসভা
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম বাগেরহাট পৌরসভার উদ্যোগে ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খারদ্বার ইয়ং টাইগার দলকে ২৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দশানী রয়েল বেঙ্গল দল। ম্যাচ পরিচালনা করেন নুরুল ইসলাম ও স্বাধীন শেখ। ম্যান অব দ্য ম্যাচ হয় শুভ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় ইয়াসিন। ফোরামের পৌর পরিচালক নাঈমুল ইসলামের পরিচালনায় খানজাহান আলী কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন পাঠক ফোরামের বাগেরহাট জেলার প্রধান পৃষ্ঠপোষক শেখ জাহাঙ্গীর হোসেন, কলেজের অধ্যাপক নাজমুল হক ও পৌরসভার প্রধান উপদেষ্টা শামীম আহসান। উপস্থিত ছিলেন শহীদুল্লাহ, নূর নবী, ইসমাইল, শহীদুল, ওমর ফারুক, নাজিয়ান, রাসেল, বাবু প্রমুখ।


কাটগড় মাদরাসা
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সন্দ্বীপ থানার কাটগড় মাদরাসার উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ থানার পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাটগড় মাদরাসার অধ্যক্ষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ ও হাফেজ সুলায়মান। পুরস্কার প্রাপ্তরা হলো : প্রথম- সুমাইয়া তাসনিম, দ্বিতীয়- হুমায়রা তানজিম।


রহনপুর পৌরসভা
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার উদ্যোগে রহনপুর দাখিল মাদরাসায় এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। পৌর ফোরামের পরিচালক সাইফুদ্দিনের পরিচালনায়, আব্দুল্লাহ আল ইমামের সঞ্চালনা ও মাদরাসা সহ-সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পাঠক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মানিক রায়হান। বিশেষ অতিথি ছিলেন আজমীর আলী। উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, শাহিন ইসলাম, সানিমুল ইসলাম, মেহেদী হাসান, শাহিন আলমসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। শেষে মাদরাসার কমিটি গঠন করা হয় যার দায়িত্বশীলরা হলো : তত্ত্বাবধায়ক- হাফিজুর রহমান, পরিচালক- সুমন রেজা, সহ-পরিচালক- আব্দুল মোত্তালিব, সম্পাদক- জাইনুদ্দিন, সহ-সম্পাদক- আমির হামযা, প্রধান পরিদর্শক- সাইফুদ্দিন।


শেখদী ওয়ার্ড, মাতুয়াইল
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ মাতুয়াইল শাখার শেখদী ওয়ার্ডের উদ্যোগে জেএসসি-পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইমাম হোসাইনের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগরী দক্ষিণের প্রধান পৃষ্ঠপোষক শাহীন আহম্মেদ খান। বিশেষ অতিথি ছিলেন মহানগরী অন্যতম উপদেষ্টা রিয়াজ উদ্দিন ও শাখা পরিচালক ইমরান আহমেদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শামছুল হক খান, কাজী শাহ ইকবাল। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ফাইয়েজ ও শাহরিয়ার খান নিশাত। উপস্থিত ছিলেন হাফেজ ওমর ফারুক, শাহাদাৎ হোসাইন, সাইফুদ্দিন, নেছারউদ্দিন প্রমুখ।
 

ঝিকরগাছা, যশোর
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ঝিকরগাছা এম এল হাইস্কুলে অনুষ্ঠিত হয়। থানা শাখার পরিচালক হাবিবুর রহমান তুহিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপক ইয়াছিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আশরাফুল ইসলাম প্রমুখ। পুরস্কার প্রাপ্তরা হলো : আসিফ মাহমুদ, তন্বী, উদয়, আশরাফুল, সাজু, সাগর, তানিয়া ও নয়ন।
   

ঢাকা মহানগরী পশ্চিম
সম্প্রতি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম রূপনগর থানা শাখার  উদ্যোগে আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর মিরপুরের একটি মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় পল্লবী এমআই মডেল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মনিপুর উচ্চবিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠক ফোরাম ঢাকা মহানগরী পশ্চিমের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদ হোসাইন। আরো উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা আজহারুল ইসলাম শোআইব, রূপনগর থানা শাখার পরিচালক গোলাম মর্তুজা, সহকারী পরিচালক আতিকুল হাসান, সাইফুল আলম মাসুদ, জিএম ইকবাল কবির প্রমুখ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ