স্বপ্ন উড়াই

স্বপ্ন উড়াই

কবিতা রেদওয়ানুল হক জানুয়ারি ২০২৪

শীতে কাঁপে ঠোঁট আর

শীতে কাঁপে পাও,

এই শীতে ছালা কাঁধে 

কই তুমি যাও?


কই তুমি যাও ওরে

কোনখানে ঘর?

সম্মুখে নদী আর

ধূ-ধূ বালুচর।


কন্ কন্ করে কাঁপে

সব পাখি, ঢেউ!

দূর থেকে শোনা যায়

শেয়ালের ফেউ।


এর মাঝে তুমি একা

কই যাও ভাই? 

যেখানে সবাই বলে

পালাই পালাই!


- কই যাবো কই যাবো

পেটে নাই ভাত!

আমার তো নেই আর

দিন কিবা রাত।


পথে পথে ঘুরি ফিরি 

কাগজ কুড়াই,

দু’টাকার রুটি খেয়ে

স্বপ্ন উড়াই।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ