স্বপ্নের জগৎ

স্বপ্নের জগৎ

তোমাদের গল্প জানুয়ারি ২০১৫

কানিজ ফাতেমা পপি#

আসলে মানুষ যেটা সদা করতে পারে না, স্বপ্নের মধ্যে সেই জিনিসটা পূরণ করতে পারে। আমার বেলায় বলতে গেলে ব্যাপারটা একই রকম। ছোটবেলায় ভাবতাম, কিভাবে এক পর্যায় থেকে মানুষ অন্য পর্যায়ে পৌঁছায়। আসলে ব্যাপারটা আজ বুঝতে পারলাম। মানুষ তার কর্মশক্তি, ইচ্ছাশক্তি এবং জ্ঞানকে কাজে লাগাতে পারলে অবশ্যই সে আল্লাহর রহমতে ভালো পর্যায়ে পৌঁছায়। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন, আমি ডাক্তার হবো। কিন্তু আবার মাঝে মাঝে ভাবি, আমার কি ডাক্তার হওয়া সম্ভব? কারণ আমি যে অতি সাধারণ পরিবারের মেয়ে। যেখানে আমার কোনো স্বপ্ন পূরণের কথা ভাবলেও তা পূরণ হবে না। আর যদি কখনো সেটা হয় তাহলে আমি ভাবব, এটা আমি আবার স্বপ্ন দেখছি। স্বপ্ন, স্বপ্ন, স্বপ্নÑ আমি স্বপ্ন দেখতে দেখতে একেবারে  স্বপ্নের জগতে চলে গেছি। মাঝে মধ্যে অসাধারণ কিছু মনে হলে আমি সেটাই স্বপ্ন হিসেবে ধরে নিই। আমার মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগে আমি কেন এত স্বপ্ন দেখি। স্বপ্ন কী? এটা কি সত্যিকার কোনো কিছুর ঘটনা উল্লেখ করে দেখি। নাকি শুধু সান্ত্বনা দেয়ার জন্য দেখি। ইশ এত কথার মধ্যে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। সেটা হলো ভাবা, আমি ভাবতেও ভালোবাসি। এ রকম ভাবতে ভাবতে আমার অনেক রাত চলে গেছে। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। তখন আমার মনে হয় আমি এটা বোধ হয় স্বপ্ন দেখেছি। স্বপ্ন আর ভাবার  ভেতরে মনে হয় অন্যরকম সম্পর্ক আছে। আবার যখন বাস্তবজীবনে ফিরে আসি, তখন তো মনে হয় না এটা সত্যিকার জগৎ। তাই স্বপ্ন নিয়ে একটি কবিতাও লিখেছি। স্বপ্ন দেখি দিনে রাতে পূরণ হবার অপেক্ষাতে হোক না সেসব আকাশ পাতাল কী আসে যায় তাতে সারাটা দিন  মন যে আমার স্বপ্ন নিয়েই মাতে। আচ্ছা এবার বলা যাক ভাবনার কথা। আসলে আমি এতো ভাবি, কখন যে দুপুর চলে যায় সেটাও বলতে পারি না। কেন আমি সব সময় এতো ভাবি! এ জন্য আমি চাই এই ভাবনা ও স্বপ্ন যেন সত্যি হয় যা আমাকে নতুন কর আলো দেখাবে। আমি মাঝে মাঝে কিছু কবিতা লিখি, যা আমার অনেক, তাই ভাবনা নিয়ে আমি একটি কবিতা লিখলাম : ভাবতে ভালোবাসি আমি ভাবতে ভালোবাসি পড়ার সময় পড়ি, আর খেলার সময় খেলি সারাটা ক্ষণ আমি ভাবতে ভালোবাসি। জীবনের সেই স্বপ্ন আলো হয়ে জ্বলবে যা আমাকে অনেক বড় করে তুলবে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ