হাসি-খুশির ঈদ

হাসি-খুশির ঈদ

কবিতা ফরিদ আহমদ ফরাজী এপ্রিল ২০২৪

ঈদের খুশি ঝিলমিলানো তারার দেশে

কাস্তেবাঁকা একফালি চাঁদ উঠছে হেসে।

ঈদের খুশি প্রজাপতির রঙিন ডানায়

দিনমজুরের ছেলে-মেয়ের নতুন জামায়।

ঈদের খুশি ফুল বাগিচায় ফুলে ফুলে

আপন পর সব এক কাতারে প্রভেদ ভুলে।

ঈদের খুশির হর্ষ ধ্বনি ঐ শোনা যায়

পাখ-পাখালির চোখরোচক ডানায় ডানায়।

ঈদের খুশি কিচিরমিচির পাখির গানে

সন্ধ্যাবেলায় ছেলেপেলের হর্ষ তানে।

ঈদের খুশি পদ্মা মেঘনা নদীর তীরে

চড়–ইভাতি এবং মজার রসের ক্ষীরে।

মন দোলানো ঈদের খুশি দো-দুলদোলে

সবার সাথে বলবো কথা মিষ্টি বোলে।

হাসি-খুশির শ্বেতফোয়ারা সবার ঠোঁটে

ঈদের খুশি আকাশ থেকে শান্তি লোটে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ