হাসির বাকসো

হাসির বাকসো

প্রচ্ছদ রচনা জুলাই ২০১১

১. দুই বন্ধুর মধ্যে কথোপকথন :

মিঠু : বলত রাজু ১ (এক) বড় না ১ (ওয়ান) বড়?

রাজু : ১ বড়।

মিঠু : কিভাবে বুঝলি।

রাজু : আরে বুঝব না, ১ (এক) বয়সের ভারে কুজো হয়ে গেছে আর ১ (ওয়ান) ঠিকই সোজা হয়ে আছে। তাই ১ (একই) বড়।

সংগ্রহে : সোহানুর রহমান সোহান

গোদাগাড়ী, রাজশাহী

২. প্রথম ভিখারি :  যদি হঠাৎ অনেক টাকা পেয়ে যাস, তখন তুই কী করবি?

দ্বিতীয় ভিখারি : প্রথমেই একটা স্কুটার কিনব। আর হেঁটে হেঁটে ভিক্ষে করতে ভালো লাগে না।

সংগ্রহে : জেসমিন মীর শামীম

ছাগলনাইয়া, ফেনী

৩. ক্লাসে শিক্ষক ছাত্রদের বিজ্ঞান পড়াচ্ছেন :

শিক্ষক : আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই। অক্সিজেন আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।

ছাত্র : বলেন কী স্যার! ভাগ্যিস আমার জন্ম ২০০০ সালে। ১৭৭৩ সালের আগে হলে কী হতো ভাবুন একবার!

সংগ্রহে : সুমাইয়া নাসরীন সুমী

বকশীগঞ্জ, জামালপুর

৪. দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে :

পলি : আমি পড়ার জন্য চেয়ারে বসতেই ঘুম চলে আসে। এমনকি ঘুমের জন্য পড়তে পারি না।

লিজা : আমার কখনো এমনটি হয় না

পলি : কেন?

লিজা : কারণ আমি তো পড়ার জন্য চেয়ারেই বসি না, বিছানায় বসি, ঘুম এলেই ঘুমিয়ে পড়ি।

সংগ্রহে : সুইটি আক্তার লিজা

বুড়িচং, সাদকপুর

৫. ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে :

শিক্ষক : বলতো তুহিন, দিনরাত-এর সমার্থক শব্দ কোনটি?

ছাত্র : বিদ্যুৎ ও লোডশেডিং।

শিক্ষক : কিভাবে?

ছাত্র : দিনের পরেই যেমন রাত আসে, বিদ্যুৎ আসার পরেই তেমনি লোডশেডিং হয়।

সংগ্রহে : হাসিবুর রহমান খোকন

সাঁথিয়া, পাবনা

৬. দুই বন্ধুর মধ্যে কথোপকথন :

ফারুক : বলো তো, কাক কেন কা-কা করে?

খালেদ : কাকের কাকা নেই বলে।

সংগ্রহে : নাহিদ সরকার

চাটখিল কামিল মাদ্রাসা, নোয়খালী

৭. এক দোকানি দোকানে বসে মাথা চুলকাচ্ছিলেন।

এক পথচারী দেখে বললেন, কি হে, উকুন আছে নাকি?

দোকানি বললেন, না স্যার, তয় কেক, বিস্কুট, চানাচুর এসব আছে।

সংগ্রহে : ইমরান হোসাইন রিয়াদ

বুড়িচং, কুমিল্লা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ