হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো নভেম্বর ২০১৭

একজন চালাক ব্যক্তি চকচকা ৫০০ টাকার কিছু নোট নিয়ে সারাদিন গুলিস্তানে ঘোরাঘুরি করে অবশেষে বলল-
চালাক ব্যক্তি : শুনেছি গুলিস্তানে নাকি অনেক চোর বাটপাড় আছে। কিন্তু আমি সারাদিন চকচকা টাকা নিয়ে ঘোরাঘুরি করলাম কিন্তু কেউতো আমার টাকা চুরি করল না।
পাশে দাঁড়িয়ে থাকা এক চোর বলল,
চোর : পকেটে জাল টাকা নিয়ে ঘোরাঘুরি করলে কি কেউ চুরি করবে?
আহসান হাবিব, গাজীপুর

ক্রেতা আর বিক্রেতার মধ্যে কথোপকথন:
ক্রেতা: দোকানের ডিমগুলি কার?
বিক্রেতা : আমার।
ক্রেতা: তাহলে অন্য দোকানে যাই।
বিক্রেতা : কেন?
ক্রেতা : আম্মু বলেছেন মুরগির ডিম নিতে কিন্তু এগুলোতো আপনার ডিম।
রায়হান উদ্দীন, সাতকানিয়া, চট্টগ্রাম

আদমশুমারির লোক তথ্য নিতে এলো বল্টু মিয়ার বাড়িতে।
শুমারির লোক বল্টুকে বলল: আপনার নাম?
বল্টু : বল্টু মিয়া।
শুমারির লোক : বয়স কত?
বল্টু : ৪০ বছর।
শুমারির লোক : আপনার বয়স ৪০ হবে না। ৩০ হবে মনে হয়।
বল্টু : তাহলে লিখেন ৩০ বছর।
শুমারির লোক ৩০ বছর লিখল।
তারপর তাকে বলল : আপনার পিতার নাম কী?
বল্টু : আমি বললে ঠিক হবে না। যা লিখলে ভালো হয় তা লেখেন।
ছাব্বির আহম্মাদ
কুড়িগ্রাম সদর

এক রোগী ডাক্তারের চেম্বারে হন্তদন্ত হয়ে ছুটে এলো-
রোগী : আমার কান পুড়ে গেছে। প্লিজ আমার জন্য কিছু একটা করেন।
ডাক্তার : সে কি আপনার দেখছি দুটো কানই পুড়ে গেছে, কিভাবে হলো এটা?
রোগী : আমি কাপড় ইস্ত্রি করছিলাম, হঠাৎ আমার ফোন এলো। আমি রিসিভার মনে করে কানে দিলাম।
ডাক্তার : সেটাতো বুঝলাম, কিন্তু অন্য কানটা?
রোগী : ফোনটা আবারো এসেছিল।
ইমাম হোসেন, বাঁশখালী, চট্টগ্রাম

মন্টু চিঠি লিখছিলো এমন সময় ঝন্টু এলো-
ঝন্টু : কিরে মন্টু কি করছিস?
মন্টু : ছোট ভাইয়ের কাছে চিঠি লিখছি।
ঝন্টু : কিন্তু তুইতো লিখতে পারিস না।
মন্টু : আমার ছোট ভাইও পড়তে পারে না।
নাজমুল হাসান মুন্না
চৌদ্দগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ