হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো ফেব্রুয়ারি ২০২০

বল্টু ও চিকিৎসকের মধ্যে কথোপকথন-
বল্টু : স্যার আপনি যে আমাকে পেট খারাপের জন্য ঔষধ দিয়েছিলেন তাতে তো কোনো কাজ হলো না।
চিকিৎসক : আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন।
বল্টু : স্যার ঢাকাতো অনেক দূর। কুমিল্লায় রাখলে হবে না?
তামিম আকন
মোরেলগঞ্জ, বাগেরহাট

পিন্টু ও নান্টুর মধ্যে ফোনে কথা হচ্ছে-
পিন্টু : তুই নাকি খুব লেখাপড়া করছিস। এখন কী করিস?
নান্টু : ফোনে কথা বলছি।
পিন্টু : (রেগে...) একটু আগে কী করলি?
নান্টু : অন্য রুম থেকে ফোন আনলাম।
পিন্টু : (আরো রেগে....) আমি ফোন কেটে দিলে কী করবি?
নান্টু : ফোন চার্জে দিয়ে আসব।
হাবিবুর রহমান
দেওয়ানগঞ্জ, জামালপুর

বল্টু ও শিক্ষকের মধ্যে কথোপকথন-
শিক্ষক : বল্টু তুই একদিনও পড়া শিখে আসিস না, তোর বাবাকে বলব।
বল্টু : স্যার ভিসা এবং পাসপোর্ট লাগবে।
শিক্ষক : কেন?
বল্টু : কারণ আমার বাবা বিদেশে থাকেন।
রেদওয়ান আহমেদ
ইটাউরি, বড়লেখা

বল্টু : ভাই, ছোটবেলাই মা বাবার কথা শুনলে আজকে এই দিন দেখতে হতো না।
কেল্টু : কেন তোর মা-বাবা কী বলতো?
বল্টু : আরে ভাই শুনলেই তো বলতাম!
হান্নান উদ্দিন
তনুবী পাড়া, আমিরাবাদ, লোহাগাড়া
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ