হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক ফেব্রুয়ারি ২০২৪

আবুল মিয়া গেছেন ডাক্তারের কাছে-

আবুল মিয়া : ডাক্তার সাহেব, আমার ভুলোমন রোগটা ভীষণরকম মারাত্মক হয়ে উঠেছে।

ডাক্তার : কেমন?

আবুল মিয়া : এই রোগের জন্য রাতে আমার ঘুম হয় না।

ডাক্তার : বুঝলাম না। ভুলোমন হওয়ার সাথে রাতে ঘুম না হওয়ার সম্পর্ক কী?

আবুল মিয়া : আমি যে চোখ বন্ধ করতে ভুলে যাই।

মোঃ মেহেদী হাসান

বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান


সাইম : রিয়াদ, পৃথিবীতে দেশ কয়টি?

রিয়াদ : ২০৬ টি।

সাইম : না, ২টি।

রিয়াদ : কীভাবে?

সাইম : দেশ ও বিদেশ।

খন্দকার সাইম রেজা

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।


প্রচণ্ড বৃষ্টিতে পল্টু ছাতা মাথায় ঘর থেকে বেরোলো। ছাতায় বড়ো একটা ফুটো। ফুটো ছাতা মাথায় অফিসে যেতে যেতে কাক ভেজা হয়ে গেল।


এক সহকর্মী জিজ্ঞেস করল, ফুটো ছাতা নিয়ে কেন অফিসে এলেন? 

পল্টু বলল, বৃষ্টি থেমে গেলে যেন বুঝতে পারি, তাই ফুটো ছাতা নিয়ে এসেছি।

তাসরিন ইসলাম (ফারিহা)

ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।


শাকিল ও আতিকের মধ্যে কথোপকথন-

শাকিল : আতিক, তোর দাদার নাম কী?

আতিক : আমি কি পাগল যে তোকে আমার দাদার নাম বলব, জানি পরে তুই আমাকে আনোয়ারের নাতি বলে ডাকবি।

হাবিবুর রহমান সিয়াম

বাসাইল, টাঙ্গাইল।


দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : শুনলাম তোর ভাই নাকি অ্যাকসিডেন্ট করেছে?

২য় বন্ধু : হ্যাঁ, একখানা পা ভেঙে গেছে।

১ম বন্ধু : (সান্ত¡নার সুরে) ভাগ্যিস অ্যাকসিডেন্ট করেছে! যদি দুইসিডেন্ট হতো তাহলে পা দুটোই ভেঙে যেত।

মোছা: মুশফিকা মারিয়াম

বোচাগঞ্জ, দিনাজপুর। হ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ