হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো আগস্ট ২০১৭

এক জাপানি ভ্রমণে এসেছেন বাংলাদেশে। এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে অপেক্ষারত ট্যাক্সিতে উঠে বসলেন হোটেলে যাওয়ার জন্য। একটু পরে একটা হোন্ডা পাশ কাটাতেই ওই জাপানি ভদ্রলোক বলে উঠলেন, হোন্ডা, মেড ইন জাপান, ভেরি ফাস্ট! ড্রাইভার কিছু বলল না। একটু পর আরেকটি কার ওভারটেক করতেই জাপানির চিৎকার, টয়োটা! হাহা, মেড ইন জাপান, ভেরি ফাস্ট! অবশেষে হোটেলে পৌঁছালেন তারা। গাড়ি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে আঁতকে উঠলেন জাপানি, এইট হান্ড্রেড টাকা! হাউ কাম? ড্রাইভার বললো, হা হা মিটার, মেড ইন বাংলাদেশ। ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট।
মাসুম বিল্লাহ
শান্তিবাগ, মাগুরা

বস : কলিংবেলটা ঠিক করতে লোক পাঠাতে বলেছিলাম, পাঠাননি কেন?
কর্মচারী : পাঠিয়েছিলাম তো, কিন্তু কলিংবেল টিপে কারো সাড়া না পেয়ে চলে গেছে।
তারান্নুম জামিলা
দৌলতপুর, খুলনা

একজন বিদেশি ভদ্রলোকের মশারির দরকার। এ জন্য তিনি মশারির খোঁজ করতে লাগলেন। তিনি একটি বড় ক্লোথস্টোরে গিয়ে বললেন : ‘আপনাদের কাছে কি ভালো মশারি আছে?’
বিক্রেতা : নেই মানে। মশা তো মশা, মশার চেয়ে ক্ষুদ্র জীবও প্রবেশ করতে পারবে না।
বিদেশি ভদ্রলোক : যেখানে মশার চেয়ে ক্ষুদ্র জীবও প্রবেশ করতে পারবে না, সেখানে আমি প্রবেশ করব কিভাবে?
নয়ন মজুমদার
চৌদ্দগ্রাম, কুমিল্লা

ভদ্রলোক : এই রিকশাওয়ালা নিউমার্কেট যাবে?
রিকশাওয়ালা : যামু।
ভদ্রলোক : ভাড়া কত?
রিকশাওয়ালা : ২৫ টাকা।
ভদ্রলোক : নিউমার্কেট তো এখান থেকেই দেখা যায়। এত বেশি ভাড়া চাচ্ছ কেন?
রিকশাওয়ালা : আরে স্যার, এই জায়গা থেকে তো চন্দ্রও দেখা যায়, যাইবেন নাকি?
মির্জা সাফওয়ান রাফি
বাগবাড়ী, সিলেট

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : কিরে দোস্ত তুই নাকি চোখের ডাক্তারের সাথে দেখা করেছিস।
২য় বন্ধু : আর বলিস না দোস্ত, ডাক্তার আমার চেয়েও অন্ধ।
১ম বন্ধু : কিভাবে বুঝলি?
২য় বন্ধু : দিনে-দুপুরে টর্চ নিয়ে আমার চোখ দেখেছেন।
সাজ্জাত হোসাইন
বাঁশখালী, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ