হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো সেপ্টেম্বর ২০১৭

দুই বন্ধুর মাঝে কথা হচ্ছে-
১ম বন্ধু: আচ্ছা বলতো, একটি হাতির সামনে ১ ডজন কলা রাখা হলো। হাতিটি ১১টা কলা খেল, বাকি ১টি কলা খেল না কেন?
২য় বন্ধু: কলাটি পচা ছিল।
১ম বন্ধু: হয়নি, কলাটি প্লাস্টিকের ছিল।
১ম বন্ধু আবার তার বন্ধুকে জিজ্ঞেস করল-
১ম বন্ধু: আচ্ছা আরেকটি হাতির সামনে ১২টি কলা রাখা হলো আর হাতিটি ১টি কলাও খেতে পারল না- এর কারণ কী?
২য় বন্ধু: ১২টি কলা প্লাস্টিকের ছিল।
১ম বন্ধু: তাও হয়নি, বরং হাতিটি প্লাস্টিকের ছিল।
আমিনুল্লাহ সাঈয়েদ ইমরান
পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম

ছেলের আলস্য দেখে বাবা পরামর্শ দিচ্ছেন-
বাবা : তুই সারাদিন ঘরে বসে না থেকে কিছু তো করতে পারিস?
ছেলে : কী করব?
বাবা : চাকরি করবি! চাকরি করে টাকা পয়সা জমাবি।
ছেলে : তারপর?
বাবা : বিয়ে করবি। তোর ছেলে-মেয়ে হবে। ওরা পড়াশুনা করবে।
ছেলে : তারপর?
বাবা : তুই আরাম করবি।
ছেলে : সেটাইতো করছি এখন। এত কিছু দরকার কী!
আবু হানিফ
ছাইতানতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন-
শিক্ষক : বল তো রাফী বিদ্যুৎ আবিষ্কার না হলে আমাদের কী অবস্থা হতো?
ছাত্র : কী আর হতো স্যার! আমাদের হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো।
মো: মাহফুজুল হক (তুষার)
শ্রীপুর, কুমারিয়া, জামালপুর

পদার্থবিজ্ঞান ক্লাসে শিক্ষক ছাত্রদের বললেন-
: -১৬ ডিগ্রি সেলসিয়াসে কেলভিন স্কেলের মান বের কর?
কিছুক্ষণ পর এক ছাত্র দাঁড়িয়ে বলল-
: স্যার, আমার ক্যালকুলেটরে মান আসছে না।
সাথে সাথে আরেক ছাত্র দাঁড়িয়ে বলল-
: স্যার, এ তাপমাত্রায় ক্যালকুলেটর ঠাণ্ডায় বরফ হয়ে গেছে তাই কাজ করছে না।
রিফাতুল ইসলাম মারুফ
বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ