হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জানুয়ারি ২০১৩

জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ওটা আবার কে?
ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনও।
সংগ্রহে : শাহীন হোসেন
নগরকান্দা, ফরিদপুর

একদিন মোটরসাইকেল চড়ে যাচ্ছিল দুই বন্ধু। তো যে বন্ধুটি মোটরসাইকেল চালাচ্ছিল, সে এতো জোরে চালাচ্ছিল যে অন্য বন্ধুটি ভয়েই শেষ। শেষমেষ আর না পেরে বলল, দোস্ত, একটু আস্তে চালা। ভয় লাগছে তো!
তখন চালক বন্ধু বলল, ভয় লাগলে এক কাজ কর, আমার মতো চোখ বন্ধ করে রাখ!
সংগ্রহে : সাকিব আহমেদ
শহীদ অলি হাইস্কুল, ঢাকা

হাসান : আচ্ছা হাসিব, বলতো সবচেয়ে হাসিখুশি প্রাণী কোন্টা?
হাসিব : কোন্টা?
হাসান : হাতি। হাতি হচ্ছে সবচেয়ে হাসিখুশি প্রাণী।
হাসিব : কেন, হাতি কেন সবচেয়ে হাসিখুশি প্রাণী?
হাসান : কেন, দেখ না, হাতি সব সময় দাঁত বের করে থাকে। ...তাই হাতি সবচেয়ে হাসিখুশি প্রাণী।
সংগ্রহে : মাসুম বেপারী
মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা

ক্রিকেট খেলা নিয়ে দুই পাগলের মধ্যে কথা হচ্ছেÑ
প্রথম পাগল : বলতো, এক বলে সাত রান কিভাবে হয়?
দ্বিতীয় পাগল : এ তো খুব সোজা, ওয়াইড বলে ছয় মারলে সাত রান হয়।
প্রথম পাগল : এবার বলতো সিক্স মারলে বল উড়ে যায় কেন?
দ্বিতীয় পাগল : তুই তো সোজা প্রশ্ন করেছিস, গড়িয়ে গেলে তো ম্যান বলটাকে ধরে ফেলবে, তাতে তো সিক্সটা মিস হয়ে যাবে।
সংগ্রহে : রেজাউল করিম মোল্লা
চান্দিনা, কুমিল্লা

প্রথম বন্ধু : দোস্ত, বলতো মাছ মাঝে মাঝে পানির উপর ভেসে ওঠে কেন?
দ্বিতীয় বন্ধু : মনে হয় সূর্য থেকে ভিটামিন-ডি নেয়।
প্রথম বন্ধু : আরে বোকা, তা না।
দ্বিতীয় বন্ধু : তাহলে কী?
প্রথম বন্ধু : আসলে মাছ দেখে কেউ তাকে ধরার জন্য প্রস্তুত কি না।
সংগ্রহে : রায়হান রাকিব
গফরগাঁও, ময়মনসিংহ

রাকিব : জানিস, রাগে আমার মাথায় আগুন জ্বলছে।
কবির : এ জন্যই তো বলি, গোবর পোড়ার গন্ধটা কোথা থেকে আসে!
সংগ্রহে : ফাহিম হোসেন
রামপুর হালিশহর রোড, চট্টগ্রাম

পুলিশ ও আসামীর কথোপকথন-
পুলিশ : কাল সকাল ৭টায় তোমার ফাঁসি।
আসামী : হা... হা... হা...
পুলিশ : ফাঁসির কথা শুনে তুমি হাসছো যে!
আসামী : হাসবো না! আমি তো ঘুম থেকে উঠি সকাল ১০টায়।
সংগ্রহে : শহিদুল ইসলাম কৌশিক
রামগতি, লক্ষ্মীপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ