হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো অক্টোবর ২০১৫

দুই বন্ধুর মধ্যে কথোপকথন :
১ম বন্ধু : জানিস তোর বাবা কাল আমাকে গালি দিয়েছেন।
২য় বন্ধু : তাহলে তুই খুব ভাগ্যবান।
১ম বন্ধু : মানে?
২য় বন্ধু : আমার বাবা এত কিপটে যে সহজে কাউকে কিছু দিতে চান না।
সংগ্রহে- সৈয়দ মুয়িদুল ইসলাম
উজিরপুর, বরিশাল

দুই বন্ধু রাজু ও মিঠু ঈদের চাঁদ দেখার সময় কথোপকথন :
রাজু : মিঠু কালতো ঈদ। তুই আমার কাছে থেকে কী চাস?
মিঠু : আমি ঐ ঈদের চাঁদ চাই।
রাজু : তাহলে মানুষজন কালকে ঈদ করবে কি তোর দাদীর মুখ দেখে?

বিজ্ঞানের শিক্ষক ক্লাসের ছাত্রদের বিজ্ঞান পড়াচ্ছিলেন-
শিক্ষক : আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই। অক্সিজেন আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।
ছাত্র : বলেন কী স্যার! আমার জন্ম ১৯৯৮ সালে। ১৭৭৩ সালের আগে হলে কী হতো ভাবুন একবার!
সংগ্রহে- মো: নাজমুল হোসেন
সাঁথিয়া, পাবনা

ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা হচ্ছে-
বিক্রেতা : এই নিন আমাদের কোম্পানির নতুন ডালডা ঘি।
ক্রেতা : না, এসব খেলে পেট খারাপ করবে।
বিক্রেতা : এতে চিন্তার কী আছে ? সেই জন্যই তো এর সাথে থাকছে একটি খাওয়ার স্যালাইন একদম ফ্রি....
সংগ্রহে- মো: তুষার শুভ্র
ডা: চন্দনা উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট

ক্লাসে শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক : এই ছেলে বলতো বাংলাদেশের ওজন কত?
ছাত্র : স্যার, ৬৮ কেজি।
শিক্ষক : কী করে বুঝলি?
ছাত্র : স্যার, যদি এক হাজার গ্রামে ১ কেজি হয়, তাহলে ৬৮ হাজার গ্রামে ৬৮ কেজি হয় ।
সংগ্রহে- দেলোওয়ার হোসেন সাঈদী
চাম্বল উচ্চবিদ্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম

শিক্ষক (এক ছাত্রকে লক্ষ্য করে) : বলতো চাবির ইংরেজি কী?
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : গর্দভ কোথাকার। (অন্য এক ছাত্রকে বললেন) : তুমি বলতো।
ছাত্র : কি স্যার?
শিক্ষক : হয়েছে, ভেরি গুড।
সংগ্রহে- নওশেদ আলী
ভলকুপাড়া, সাতমেড়া, পঞ্চগড়

পুরো বিজ্ঞানীর মতো ভাব করে হাবলু বারান্দায় বসে বসে কী যেন ভাবছে। এই দেখে তার মা ধমক দিয়ে বললেন, কাজ-কাম ফেলে এখানে কী করছিস ?
হাবলু : ভাবছি একটা বিমান আবিষ্কার করবো- এই আর কী?
মা : ওরে শয়তান, সেটা আবিষ্কার করবি তো এখানে বসে আছিস কেন?
হাবলু : সেটাই তো তিন সপ্তাহ ধরে ভাবছি বিমানটা ছোট না বড় কাগজে বানাবো?

সংগ্রহে- মো: নাছির উদ্দীন নাবিল
শেরপুর, বগুড়া
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ