হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জুলাই ২০১৮

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
বল্টু : বলতো পানি কত প্রকার?
পল্টু : তিন প্রকার।
বল্টু : কী কী?
পল্টু : হাঁপানি, কাঁপানি, জাপানি।
চৌহান জামিল
মিঠাপুকুর, রংপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : জানিস আমি হেঁটে হেটে অনেক দূর যেতে পারি।
২য় বন্ধু : আমি বসে থেকে অনেক দূর যেতে পারি।
১ম বন্ধু : কিভাবে?
২য় বন্ধু : বাসে চড়ে।
ফারহানা আক্তার তাহমিনা
বড়লেখা, মৌলভীবাজার

দুই প্রতিবেশীর মধ্যে কথা হচ্ছে-
১ম জন : আচ্ছা ভাই বাংলাদেশের কোথায় কোথায় কয়লা পাওয়া যায়?
২য় জন : হেসে বললেন, আরে ভাই আমাদের গ্রামের প্রত্যেকটি চুলার মধ্যে কয়লা পাওয়া যায়।
নাজমুল হক
গোড়ার কান্দা, জামালপুর

দুই বন্ধুর আলাপন
১ম বন্ধু : জানিস চিড়িয়াখানায় আমি একবার কোনো অস্ত্র ছাড়াই সিংহের খাঁচায় ঢুকে জীবিত বের হয়ে এসেছি।
২য় বন্ধু : বলিস কী? তুই তো অনেক সাহসী। তা কিভাবে পারলি? সিংহটা তোকে আক্রমণ করার চেষ্টা করেনি।
১ম বন্ধু : দূর খাঁচাটা সেদিন খালি ছিলো।
মো: ইমরান
আমিরাবাদ, চট্টগ্রাম

ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন-
রোগী : ডাক্তার সাহেব, আমার পেট ব্যথা।
ডাক্তার : রাতে কী খেয়েছেন?
রোগী : পিজ্জা, কাবাব আর চিকেন ফ্রাই।
ডাক্তার : সত্যি করে বলুন এটা ফেসবুক নয়।
রোগী : মুলা আর ডাল সাথে ভাত।
ডাক্তার : হতাশ.....
জসিম উদ্দিন নোবেল
ফরাশগঞ্জ, লক্ষ্মীপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ