হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জানুয়ারি ২০২০

বল্টু ব্যাপক ফাঁকিবাজ। সে কখনোই ঠিকমতো হোমওয়ার্ক করে না। একদিন-
স্যার : অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া করে আনতে বলছিলাম- এনেছো?
বল্টু : না স্যার।
স্যার : কেন আনোনি?
বল্টু : অ্যালকেন প্রস্তুতির সময় নিকেল প্রভাবকের সাথে ২০০ ডিগ্রি তাপ দিতে গিয়ে খাতা পুড়ে গেছে!
- রকিবুল হাসান রনি

শিক্ষক তার শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণিতে এক-এক করে সকলকে জিজ্ঞেস করছেন- বলো হার্ডওয়্যার কী? প্রশ্ন শুনে সকলেই চুপ হয়ে যায়। কিসমতের কাছে প্রশ্ন আসতে এখনো কয়েকজন বাকি। এমতাবস্থায় কিসমত প্রশ্ন করলো-
স্যার, ওয়্যার (war) অর্থ না যুদ্ধ?
স্যার বললেন, হ্যাঁ।
তাহলে হার্ডওয়্যার অর্থ কঠিন যুদ্ধ। আর সফটওয়্যার অর্থ নরম যুদ্ধ।
- সিফাত উল্লাহ আফিফ
ভেদরগঞ্জ, শরীয়তপুর

ছাত্র ও শিক্ষকের মধ্যে কথোপকথন-
শিক্ষক : বলতো বল্টু কাল আমি কী পড়া দিয়েছিলাম?
বল্টু : স্যার ডায়ালগ?
শিক্ষক : তুই ডায়ালগ মুখস্থ করেছিস?
বল্টু : হ্যাঁ স্যার?
শিক্ষক : ডায়ালগ বলতো।
বল্টু: মারব এখানে লাশ পড়বে শ্মশানে।
- মো: রেদওয়ান

প্রশ্নপত্র পেয়ে পরীক্ষার্থীদের চোখ ছানাবড়া। একজন শিক্ষার্থী বললো, খুব কঠিন প্রশ্ন হয়েছে, উত্তর দিতে বারোটা বাজবে।
শিক্ষক : সমস্যা নেই, তারপরওতো এক ঘণ্টা বাকি থাকবে।

বাবা পাশের রুম থেকে শব্দ শুনে ছেলেকে জিজ্ঞেস করলেন-
বাবা : তোমার রুমে কিসের শব্দ হলো।
ছেলে : জামা পড়ে গেছে বাবা, তারই শব্দ।
বাবা: জামা পড়ার শব্দ এত জোরে হয় নাকি?
ছেলে : ঐ জামার ভিতরে যে আমিও ছিলাম বাবা..
- নাদিয়া সুলতানা
মান্দারী, লক্ষ্মীপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ