হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো নভেম্বর ২০১৫

মা তার ছোট বাচ্চাকে দোকানে পাঠালেন মুরগির ডিম আনার জন্য। ছেলেটি দোকানে গিয়ে দোকানদারকে বলল,
: আপনার দোকানে ডিমগুলো কার?
দোকানদার বলল, আমার।
ছেলেটি বলল, না তাহলে অন্য দোকানে যাই কেননা মা বলেছেন মুরগির ডিম নেয়ার জন্য।
সংগ্রহে : হুমায়ুন কবির হাজীগঞ্জ, চাঁদপুর

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : জানিস, গতকাল দু’জন লোক পাঁচতলা থেকে পড়ে গেছে কিন্তু কেউ আহত হয়নি।
২য় বন্ধু : আশ্চর্য! তা কি করে হয়!
৩য় বন্ধু : বুঝলে না তারা নিহত হয়েছে।

এক নাস্তিক ও মাওলানা সাহেবের কথোপকথন-
নাস্তিক বলল : দাড়ি রাখা জরুরি নয়। এ জন্য আমি দাড়ি ফেলে দিয়েছি কারণ মানুষের জন্মের আগে দাড়ি থাকে না।
মাওলানা সাহেব বললেন : মানুষের জন্মের আগে থেকে দাঁত থাকে না, তাই জলদি আপনার দাঁত ফেলে দিন।
সংগ্রহে : সৈয়দা হোসনে তোফা,
উজিরপুর, বরিশাল

পুলিশ : তোমার মালিক কিভাবে মারা গেলেন?
চাকর : স্যার, আমার মালিক সব কিছু ভুলে যান। রাতে হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। তাই ...!
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন-
ছাত্র : স্যার আপনাকে একটা প্রশ্ন করি?
শিক্ষক : বেশ, কর।
ছাত্র :  I donÕt knowএর অর্থ কী?
শিক্ষক : আমি জানি না।
ছাত্র : না জানলে আপনাকে শিক্ষক হতে বলেছে কে?
সংগ্রহে : মাহমুদুল হাসান
সোনাইমুড়ী, নোয়াখালী

নতুন ক্লাসে ওঠার পর পিতা-পুত্রের কথা হচ্ছে-
পিতা : তুমি অতিরিক্ত বিষয় কী নিচ্ছ?
পুত্র : ৩টি মাত্র বিষয় আছে, একটাও ভালো লাগে না।
পিতা : কেন ? কী কী আছে?
পুত্র :  কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা ও কম্পিউটার শিক্ষা।
পিতা : কম্পিউটার নাও ...
পুত্র : আমার তো ল্যাপটপ নিতে ইচ্ছে হয়।
সংগ্রহে : মুহাম্মদ নেজামুল ইসলাম
বাঁশখালী, চট্টগ্রাম

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
আক্কাস : তোর সবচেয়ে ভালো বন্ধু কে?
কুদ্দুস : আমার সবচেয়ে ভালো বন্ধু আয়না।
আক্কাস : হে: হে: হে: আয়না কি কারো বন্ধু হয় নাকি?
কুদ্দুস : হ্যাঁ হয়। কারণ আমি হাসলে সেও হাসে, আমি কাঁদলে সেও কাঁদে, কিন্তু আমি তাকে আঘাত করলে সে আমাকে আঘাত করে না।
সংগ্রহে : ইছহাক উদ্দীন
সুবর্ণচর, নোয়াখালী
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ