হাসির বাকসো নভেম্বর’ ১৪

হাসির বাকসো নভেম্বর’ ১৪

হাসির বাকসো নভেম্বর ২০১৪

পুলিশ বিভাগে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে এক ভদ্রলোক-
পুলিশ কর্মকর্তা : আপনার নাম কী?
ভদ্রলোক : আমার নাম এমপি (M.P)
পুলিশ কর্মকর্তা : অবাক হয়ে বলেন, তার মানে?
ভদ্রলোক : মানে মদন পাল।
পুলিশ কর্মকর্তা : আপনার বাবার নাম কী?
ভদ্রলোক : এমপি (M.P) মানে মোহন পাল।
পুলিশ কর্মকর্তা : আপনার গ্রামের বাড়ি কোথায়?
ভদ্রলোক : এমপি (M.P) মানে মহেষ পল্লী।
পুলিশ কর্মকর্তা : শিক্ষাগত যোগ্যতা?
ভদ্রলোক : এমপি (M.P) মানে মেট্রিক পাস।
পুলিশ কর্মকর্তা : পুলিশের চাকরি কেন করবেন?
ভদ্রলোক : এমপি (M.P) মানে মানি প্রবলেম।
পুলিশ কর্মকর্তা : এই নিন আপনার ফাইল।
ভদ্রলোক : আমার রেজাল্ট?
পুলিশ কর্মকর্তা : এমপি (M.P) মানে, ম্যানটালিটি পাঙ্চার (পাগল হয়ে গেছেন)
সংগ্রহে : মো: মাসুম বেপারী
মাতুয়াইল, ঢাকা

একই বাড়িতে থাকায় স্বামী, স্ত্রী ও পুত্রের মাঝে সব সময় ঝগড়া লেগেই থাকে। এ নিয়ে কথোপকথন-
বাবা : আচ্ছা, তোরা মা ও ছেলে মিলে সব সময় আমার সাথে ঝগড়া করিস কেন?
ছেলে : একই বাড়িতে থাকলে সব সময় ঝগড়া হবেই তো।
বাবা : তাহলে একটা কাজ কর, তুই যাবি তোর নানার বাড়ি, আর তোর মা যাবে বাপের বাড়ি আর আমি যাবো শ্বশুর বাড়ি।
সংগ্রহে : মো: রাহেল ইসলাম
গাবতলী, বগুড়া

ট্রাকের সাথে ধাক্কা খেয়ে এক বন্ধু সামান্য আঘাত পেলে অন্য বন্ধু দেখতে এসেছেÑ
১ম বন্ধু : চল বন্ধু একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেক দিন হলো তুই বাইরে বেরোস না।
২য় বন্ধু : না, না, আমি যাবো না।
১ম বন্ধু : কেন?
২য় বন্ধু : কারণ আমি যে ট্রাকে ধাক্কা খেয়েছিলাম তাতে লেখা ছিলো, আবার দেখা হবে।
সংগ্রহে : নাজমুল হুদা
ঠনঠনিয়া, বগুড়া

শিক্ষক ক্লাসে মোবাইল বন্ধ করতে বললেন। তখন এক ছাত্র বললো, স্যার আমার পক্ষে মোবাইল বন্ধ করা সম্ভব হচ্ছে না।
শিক্ষক : কেন সম্ভব হচ্ছে না?
ছাত্র : স্যার আমার ফোনে চার্জ নেই।
সংগ্রহে : মতিউর রহমান
সোনাপুর, নোয়াখালী
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
বাবু : এই আদনান, বলতো চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
আদনান : আরে বুঝলি না, এখন তো সামনে এগিয়ে যাবার যুগ। তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
সংগ্রহে : জোবায়ের হোসেন
কয়রা, খুলনা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ