হাসির বাকসো মার্চ ২০১৫

হাসির বাকসো মার্চ ২০১৫

হাসির বাকসো মার্চ ২০১৫

(ছেলে বাজার থেকে আসার পর) মা : এ কী তেল, ময়দা, চাল সবকিছু দুই নাম্বার কেন নিয়েছিস? ছেলে : শুনেছি এক নাম্বারে ভেজাল আছে, দুই নাম্বারে কোনো ভেজাল নাই, এ জন্য দুই নাম্বার নিয়ে এসেছি। সংগ্রহে : আবু ছিবগাতুল্লাহ সাইয়েম বায়তুশ শরফ, চট্টগ্রাম আবুল মিঞা ফলের দোকানদার। একদিন তার দোকানে এলো এক অদ্ভুত ক্রেতা। ক্রেতা : আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেবেন। আবুল মিঞা তাই করলেন। ক্রেতা : হুম, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন প্যাকেটে দেবেন। আবুল মিঞা এবারও তাই করলেন। ক্রেতা তখন দেখছিলেন, আবুল মিঞার দোকানে আর কী কী আছে। আবুল মিঞা চটজলদি আঙুরগুলো আড়াল করে বললেন : ভাই, আমি কিন্তু আঙুর বিক্রি করি না। সংগ্রহে : তরিকুল ইসলাম শান্ত নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী ডাক্তার : যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম তা ঠিকমতো ফলো করছেন তো? রোগী : ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম। ডাক্তার : মানে? রোগী : ঐ প্রেসক্রিপশনটা ছাদ থেকে পড়ে গিয়েছিল যে... সংগ্রহে : নাসির উদ্দিন মানিক কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম ছেলে : বাবা, আমাকে এক হাজার টাকা দেবে? বাবা : ঠিক আছে দেবো। কিন্তু তুই বুকের ওপর টেনিস বল চেপে ধরে আছিস কেন? ছেলে : ও এটা, আমাদের স্যার বলেছেন বুকে বল নিয়ে কাউকে কিছু অনুরোধ করলে নাকি ওটা গ্রহণযোগ্য হয়। এ জন্য আর কী! সংগ্রহে : মো: মুহিত আহমদ জালালাবাদ কলেজ, সিলেট দুই বন্ধুর মধ্যে কথোপকথন... মন্টু : যদি এমন সময় আসে যখন আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই তখন তুই কী করবি? ঝন্টু : এটাতো সহজ প্রশ্ন। মন্টু : কী বলত। ঝন্টু : কেন, তখন চুলার মধ্যে একটা রবি সিম দিয়ে বলব জ্বলে উঠুন আপন শক্তিতে। সংগ্রহে : মো: আবু নাঈম হাড়িভাসা, পঞ্চগড়

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ