হেমন্তেরই পাঠ

হেমন্তেরই পাঠ

ছড়া-কবিতা সিদ্দিক আবু বকর অক্টোবর ২০২৩

যখন, শুভ্র আকাশ নীল হারিয়ে

মলিন হয়ে আসে

মলিন চোখে হাসে-

তখন, দুধসাদা ঢেউ সফেদ ছেড়ে

ঝিমুয় ধবল কাশে

একলা একাই ভাসে

কেউ থাকে না পাশে

রূপ রমণী বৈরী হঠাৎ

ভরা কার্তিক মাসে

কেবল, শিশির গড়ায় ঘাসে।


নীল হারিয়ে মিল হারিয়ে

দরজা আঁটার খিল হারিয়ে

উদাম সবুজ বন-

তার উপরে আগুন ঢালে রুক্ষ সমীরণ

এযে তামাটে রঙ ক্ষণ!


পুড়ে পুড়ে সোনা যেমন খাঁটি

তেমন করেই সবুজ গাঁয়ের মাটি

নিজকে ওড়ায় 

নিজকে পোড়ায়

নিজের গায়ে তপ্ত দুপুর তা

রোদ্দুরে খা খা-

সোনা ভোরে নরম শিশির দেয় ভিজিয়ে পা

ভেজা পায়ে কিষাণ পেরোয় মাঠ

সোনা ধানের হাট

নবান্নে আটঘাট,

এ যে আমার শরৎ শেষে হেমন্তেরই পাঠ!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ